ডিসেম্বর ৩, ২০২১
কুশুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান’র অঙ্গিকার গরীবের হক আমার দেহে প্রবেশ করবে না
নিজস্ব প্রতিনিধি: আমি সবসময় আমার কর্মীদের বলেছিলাম তোমরা মাত্র ১০ টা দিন আমার জন্য কাজ করে যাও মহান আল্লাহপাক যদি রহমত করে এই কুশুলিয়া বাসীর জন্য সারাজীবন কাজ করবো। কুশুলিয়া ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। দল-মত নির্বিশেষে আমাকে ভোট দিয়েছে। আমি কুশুলিয়া ইউনিয়ন বাসীর কাছে ঋণী। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে কালিগঞ্জ উপজেলার সদর ফুলতলা মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে কুশুলিয়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার পিতার মৃত্যুর পর আপনারা অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন। আজ থেকে আমি কথা দিচ্ছি আপনাদের সুখ দু:খে সবার আগে আপনাদের পাশে আমাকে পাবেন। আমি গরীবের হক গরীবের কাছে পৌঁছে দিবো। কোন গরীবের হক আমার দেহে প্রবেশের আগে যেন আমার মৃত্যু হয়। কোন দালাল-বাটপার, নেশাখোর আমার কাছে প্রশ্রয় পাবে না। আমি আধুনিক কুশুলিয়া ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
ফিফা রেফারী ও উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক শেখ ইকবাল আলম বাবলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান খান, শিক্ষক হাফিজুর রহমান, মৎস্য ব্যবসায়ী আলমগীর কবির আলম, মামুন হোসেন, আতাউর রহমান, পরিতোষ কুমার প্রমুখ। 8,620,951 total views, 503 views today |
|
|
|