ডিসেম্বর ২৭, ২০২১
কালিগঞ্জে সাহিত্য সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় পর্যায়ের কবি-সাহিত্যিকদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ‘সাহিত্য ভাঙবেই সকল প্রতিরোধ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ও দেশরতেœর উন্নয়ন উৎসব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাহিত্যিক গাজী আজিজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। কবি অলিতাজ মনু’র সভাপতিত্বে ও শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক, কথাশিল্পী কবি সাফাত শফিক, বাংলা অ্যাকাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক রহিম শাহ ও সুজন বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আন্তর্জাতিক পরিষদের সাধারণ সম্পাদক ছড়াকার ও কবি আসলাম সানী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বাংলা অ্যাকাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাহিত্যিক ও কবি ডক্টর আব্দুল্লাহেল বাকী, কবি মঞ্জুর লুৎফর রহমান, সাহিত্যিক হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মাসুম আজিজুল বাসার, সৈয়দ ইফতেখার আলী, অধ্যাপক নাজমা রুম্মান, ইলা দেবী মল্লিক,সাহিত্য ভঞ্জ চৌধুরী, বিশিষ্ট ছড়াকার আহমেদ সাব্বির, শারমিন আহমেদ এশা, রজনী আক্তার, হাবিবা হেনা, দীপক ঘোষ, জিএম পারভেজ, আলী সোহরাব, হাফিজুর রহমান শিমুল ও প্রিয়ন্তী। সঙ্গীত পরিবেশন করেন শাহ দেলোয়ার ঢালী ও ইভা মনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, শর্মিষ্ঠা বড়–য়া চৌধুরী, খুরশীদ জাহান বৃষ্টি, প্রেমা ও সুদীপ্ত বড়–য়া। কবি ও সাহিত্যিকগণ প্রথমেই বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কের যে স্থানে বক্তব্য রেখেছিলেন সেখানে জাতীয় পর্যায়ে কবি- সাহিত্যিকরা একটি বকুল গাছ রোপণ করেন। পরে বন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 8,619,081 total views, 10,738 views today |
|
|
|