Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাটসহ অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সকাল ৮ টায় সোহরাওয়ার্দী পার্কে বিজয় স্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যুরালে উপজলা প্রশাসন, থানা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, বিএনপি, জাতীয় পার্টি, রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সাড়ে ৮ টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, সকাল ১১ টায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা, বাদ জোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশ, দুপুরে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা, বিকেল ৩ টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকেল ৪ টায় জাতীয় কর্মসূচির আলোকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ করানো হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে দুপুরে প্রীতিভোজ, বিকেলে শহীদ সোহরাওয়ার্দী পার্কে লাঠিখেলা, সন্ধ্যায় আলোচনা সভা, ‘কালো সূর্যের নিচে’ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার ও গেরিলা যোদ্ধা লেফটেন্যান্ট (অব:) মাহফুজ আলম বেগ। সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ।
এছাড়া কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version