ডিসেম্বর ১৭, ২০২১
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সাড়ে ৮ টায় মহৎপুর সরকারি গোরস্থানে শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, সকাল ১১ টায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা, বাদ জোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশ, দুপুরে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা, বিকেল ৩ টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকেল ৪ টায় জাতীয় কর্মসূচির আলোকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ করানো হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে দুপুরে প্রীতিভোজ, বিকেলে শহীদ সোহরাওয়ার্দী পার্কে লাঠিখেলা, সন্ধ্যায় আলোচনা সভা, ‘কালো সূর্যের নিচে’ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার ও গেরিলা যোদ্ধা লেফটেন্যান্ট (অব:) মাহফুজ আলম বেগ। সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ। 8,620,203 total views, 11,860 views today |
|
|
|