ডিসেম্বর ৭, ২০২১
কালিগঞ্জে নারী নির্যাতন নির্মূলকরণে মানববন্ধন কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” স্লোগানকে সামনে রেখে বে-সরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) কালিগঞ্জ ব্র্যাক অফিসের সামনে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ূন কবীর মন্ডল,উপজেলা ম্যানেজার ইফতিখার হোসেন,এ্যাসোসিয়েট অফিসার হাবিবুর রহমান প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে ব্র্যাক সর্বদা সচেষ্ট ও সজাগ। নির্যাতিত নারীদের সামাজিক সকল সুবিধা নিশ্চিত করা সহ সকল প্রকার আইনি সহায়তা করা থাকে। এছাড়া জাতিসংঘের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বক্তরা বলেন , প্রতি ৩ জনের মধ্যে একজন নারী তাদের জীবনে নির্যাতনের মুখোমুখি হয়েছেন। কোভিড-১৯ মহামারি, মানবিক সংকট, সংঘাত ও জলবায়ু বিপর্যয়সহ সংকটের সময় এ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত ২০১১ সালের জরিপ মতে, শতকরা ৮৭ ভাগ নারী স্বামীর মাধ্যমে কোন না কোন ধরনের নির্যাতনের শিকার হয় বলে জানান তারা।
8,621,026 total views, 578 views today |
|
|
|