ডিসেম্বর ১৯, ২০২১
“এ দুনিয়ায় আমার কেউ নেই” সাহায্য চান ৮০ বছরের বৃদ্ধা
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় গোলপাতার ছোট্ট একটি খুপড়ি ঘরে অত্যান্ত কষ্টের সাথে অসহায় বিধবা সুশীলা সরদার (৮০) জীবন সংসার। বিধবা ভাতার একটি কার্ড ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের মাধ্যমে পেলেও এমআইএস নামক সেবা কড়াকড়িতার কারণে ভাগ্যে জোটে না সরকারি সহায়তা। কোন বেলা খেয়ে আবার কোন বেলা না খেয়ে দিন কাটে অসহায় ফুলমতির। মাঝে মাঝে ভিক্ষাবৃত্তির পেশায় খাদ্য সংগ্রহ করতেও দেখা যায়। রবিবার(১৯ ডিসেম্বর) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাউতাড়া গ্রামের মৃত উদ্ধার সরদারের স্ত্রী সুশীলা সরদারের বাড়িতে গিয়ে দেখা যায়,গোলপাতার ছাউনিযুক্ত ভাঙাচুরা ঘরে ৮০ বছরের অসহায় সুশীলা সরদার । চোখে মুখে বেদনা বিধুর কষ্টের চিহ্ন স্পষ্ট। হাঁটাচলা প্রায় বন্ধের পথে। কানেও যে কম শোনে তা কেমন আছেন কাকিমা প্রশ্ন করতেই বুঝে ফেললাম। রান্না,খাওয়া,থাকা সব ঐ গোলপাতার খুপড়ি ঘরে। পাশের প্রতিবেশীদের দেওয়া সামান্য আহারে কি দিন চলে? আপনার কে কে আছে ২য় প্রশ্ন করতেই ছলছলে চোখের দুকোনা বেয়ে কয়েক ফোটা অশ্রæ ঝরিয়ে বললেন আমার কেউ নেই বাবা,আমার খুব কষ্টে দিন যায়। ভগবান আমাকে নিয়ে যায় না কেন? অসহায় বৃদ্ধার ছেলে মেয়ে স্বামী আপন বলতে কেউ নেই। কিছুটা নির্জন প্রান্তে ২শতক জমির সীমানায় একটা জলজান্ত মানুষের বসবাস। পাড়াপ্রতিবেশীর কাছে খোঁজ নিয়ে জানা যায়,ঝড়,বৃষ্টি,শীত,গরমে ওই একটাই ঘরে তিনি বসবাস করছেন। সরকারি বেসরকারি মিলে তাকে সাহায্যের অনুরোধ জানান। আরো জানা যায়,মৃত উদ্ধার সরদার জীবিত থাকা অবস্থায় প্রায় ৫বিঘার মত জমাজমি ছিল। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সন্তান না থাকলে সে জমির ওয়ারেশরা প্রাপ্ত হবে। এবং সে অনুযায়ী বিধবা সুশীলা সরদারের বসতবাড়ি ২শতক জমি ছাড়া বাকি জমি গুলো যে যার মত ভাগবাটোয়ারা করে নিয়েছে। এখন শেষ সময়ে দেখা কেউ নেই। এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী এসএম শাহনেওয়াজ ডালিম জানান,বিষয়টি অবগত হওয়ার পরপরই ঐ বৃদ্ধাকে মাসে ৩০ কেজি করে চাউল দেওয়ার ব্যবস্থা করেছি। সরকারি যত সুযোগ সুবিধা আছে সে যাতে পায় সেই ব্যবস্থা করব। যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব। বৃদ্ধার সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা ও জমি উদ্ধার পূর্বক সরকারি একটা ঘরে জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার,এসিলান্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সুশীলা সরদার।
8,637,397 total views, 2,396 views today |
|
|
|