নিজস্ব প্রতিনিধি :আশাশুনির আনুলিয়ায় দোকান বন্ধ করে মিছিলে না যাওয়ায় দোকানীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকানী পারবিছট গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে আব্দুল সালাম গাজী।
তিনি জানান- আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারের খেয়াঘাট সংলগ্ন এলাকায় নিজস্ব দোকানে আমি ফল ও মুদীর মালামাল কেনা বেচা করি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে একটি মিছিলে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে পারবিছট গ্রামের মৃত ফনি সরদারের ছেলে খোকন সরদারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ভাই কালাম, ছেলে ইকবাল ও ওয়েজ কুরুনী লাঠিসোঁটা নিয়ে আমাকে মারপিট করে দোকানের মালামাল তছনছ করে। আমার ভগ্নিপতি আবু সাঈদ আমাকে ঠেকাতে এলে তাঁকেও মারপিট করে আহত করেছে। আমরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।