ডিসেম্বর ৩১, ২০২১
আশাশুনির দু’স্থানে দুঃসাহসিক চুরি
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দল ও বুধহাটা ইউনিয়নের পৃথক দু’টি চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। উপজেলার বড়দল গ্রামে অবঃ অধ্যক্ষকে অজ্ঞান করে বাড়ির মূল্যবান মালামাল ও বুধহাটায় ঘেরের বাসা থেকে বৈদ্যুতিক মটরসহ অন্য মালামাল চুরি হয়েছে। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অবঃ অধ্যক্ষ মোহাম্মদ আলি বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে পালিত পুত্রকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় চোরেরা রান্না ঘরের গ্রীল কেটে কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে অবঃ অধ্যক্ষ ও তার পালিত পুত্রকে চেতনা নাশক ঔষধ স্প্রে করে অজ্ঞান করে দেয়। বৃহস্পতিবার সকালে কাজের মহিলা সেখানে গিয়ে ডাকাডাকি করেও কারো কোন সাড়া না পেয়ে চলে যায়। সকাল ৯টার দিকে সে পুনরায় সেখানে ডসয়ে ডাকাডাকির এক পর্যায়ে পালিত পুত্র জয়নালকে অবেচতন অবস্থায় দেখে লোকজনকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। অচেতন মোহাম্মদ আলির ভাই সোলায়মান জানান, চোরেরা নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কাসহ অন্য মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে তাদের ধারনা। থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী ঘটনাস্থানে পৌছে প্রাথমিক তদন্ত করেছেন এবং অচেতন দু’জনতে এ্যাম্বুলেন্সে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে বুধহাটা ইউনিয়নের ঝাটিরকাটা বিলে চাপড়া গ্রামের আলিফ হোসেনের মৎস্য ঘেরের বাসার বেড়া কেটে কে বা কারা বৈদ্যুতিক মোটর ও সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। চোরাই মালামালের মূল্য প্রায় ২০ হাজার টাকা। 8,637,859 total views, 2,858 views today |
|
|
|