নভেম্বর ১২, ২০২১
উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিতে আশাশুনির প্রতাপনগরে মানববন্ধন
সমীর রায়, আশাশুনি : উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূল উন্নয়ন বোর্ড গঠনের দাবিতে আশাশুনির প্রতাপনগরে মানববন্ধন ও উপকূল দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় প্রতাপনগর হাওলাদার বাড়ি ভাঙ্গন পয়েন্টে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে ৭০ এর ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র-শিক্ষক, দিনমজুর, কৃষক, ডাক্তার, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জেন, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের শতাধিক বানভাসি নারী পুরুষ ও শিশু নানা ধরনের দাবিদাবা সংবলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে অংশ নেয়। ১৯৭০ সালের১২ নভেম্বর ঘুর্নিঝড়ের ইতি বৃত্তান্ত তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপক‚ল দিবসের প্রধান উদ্যোক্তা এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, প্রতাপনগরের সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব হারুন উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, সাবেক এলজিডি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গাজী, সাংবাদিক শামিম আহমেদ বিপ্লব, হাফেজ মইনূর রহমান, হাফেজ বাবুল হোসেন প্রমূখ। এ সময় বক্তারা ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে নিহত মানুষদের স্মরণে ১২ নভেম্বার দিনটিতে উপকূল দিবস পালন ও দিবসটি পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং উপক‚ল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান। 8,644,127 total views, 479 views today |
|
|
|