নভেম্বর ১১, ২০২১
সাতক্ষীরা সদরের ১৩টি ইউনিয়নে বেসরকারিভাবে জয়ী হলেন যারা
নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। জনগনের ভোটে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বাঁশদহা ইউনিয়নে নৌকার প্রার্থী মফিজুল ইসলাম, কুশখালী ইউনিয়নে টেলিফোন প্রতীকের প্রার্থী সাবেক জামায়াত নেতা (স্বতন্ত্র) মোহাম্মদ আব্দুল গফফার, শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে এসএম আবুল কালাম আজাদ, লাবসা ইউনিয়নে আনারস প্রতীকে জেলা বিএনপি নেতা (স্বতন্ত্র) প্রার্থী মোহাম্মদ আব্দুল আলিম, বৈকারী ইউনিয়নে জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকে (বিদ্রোহী) প্রার্থী মো. মোস্তফা কামাল, আগরদাঁড়ী ইউনিয়নে টেবিলফ্যান প্রতীকের প্রার্থী (আ.লীগ স্বতন্ত্র) কবীর হোসেন মিলন, ভোমরা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী (স্বতন্ত্র, জাতীয় পার্টি) মো. ইসরাইল গাজী, ফিংড়ী ইউনিয়নে আনারস প্রতীকে (স্বতন্ত্র) প্রার্থী লুৎফর রহমান, ঘোনা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের, ঝাউডাঙ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আজমল উদ্দীন, বল্লী ইউনিয়নে আনারস প্রতীকের (বিদ্রোহী) প্রার্থী মহিতুল ইসলাম, ধুলিহর ইউনিয়নে আনারস প্রতীকের (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আলাউদ্দীন। তবে জেলা নির্বাচন কমিশন থেকে এখনো সরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়নি। 8,578,684 total views, 6,454 views today |
|
|
|