নভেম্বর ১৪, ২০২১
রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেন কালিগজ্ঞের ভাইস চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে বিলগুল্লী খাল। খালের দুই পাড় দিয়ে সরকারি রাস্তা। একপাশের রাস্তা পাকাকরণ হয়েছে ৩০ বছরেরও বেশি সময়। অপর পাশের রাস্তায় আজও একটি ইটও পড়েনি। সামান্য বর্ষা হলেই হাঁটু সমান পানি। কাঁচা এই রাস্তার গা ঘেসে বসবাস করছে প্রায় দুই শতাধিক পরিবার। যার মধ্য সমাজের পিছনে পড়া ঋষি কমিউনিটির ঘর রয়েছে ৫০ টিরও অধিক। সামান্য বৃষ্টিতে এই এলাকার মানুষ হাঁটু সমান কাঁদার মধ্যে যাতায়াত করে।
রাস্তাটির অবস্থা খারাপ হওয়ায় কোন যানবাহন তো দূরের কথা একটা ভ্যানও চলতে পারে না। যার কারণে গর্ভবতী কিংবা অসুস্থ মানুষকে নিয়ে যাওয়াও কঠিন। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, বাংলাদেশে যেখানে এত দ্রæত গতিতে উন্নয়ন হচ্ছে সেখানে এই রাস্তার অবস্থা খুবই বেহাল। অবশেষে কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান প্রতিশ্রæতি দেন তিনি রাস্তাটি সংস্কার করে দেবেন। রবিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে ঋষি কমিউনিটির পক্ষ থেকে তাই আনুষ্ঠানিকভাবে দাবী পেশ করেছি। 8,622,844 total views, 2,396 views today |
|
|
|