নভেম্বর ১১, ২০২১
আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের বিভিন্ন বাদী আদায়ের লক্ষে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০ টায় জাতীয় মৎস্যজীবি সমিতি আশাশুনি উপজেলা শাখা ও উপজেলা ভূমি কমিটি এ কর্মসূচির আয়োজন করে। আশাশুনি উপজেলা সড়কে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় জেলা মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও ভূমি কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, সদস্য কল্যাণী রানী সরকার, উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের এপিসি বিলকিস খাতুন, সেন্ট্রাল ম্যানেজার শফিকুল ইসলাম ও এফটি সমীর কান্তি বাছাড়।
সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে মৎস্যজীবি সমিতির কুল্যা ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলাম, আনুলিয়া ইউনিয়ন সভাপতি রেজাউল ঢালী, মৎস্যজীবি নেতা ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 8,643,683 total views, 35 views today |
|
|
|