অক্টোবর ২৮, ২০২১
পা হারিয়ে অসহায় বনমালী, সাহায্যের আবেদন
নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরার পল্লীতে সড়ক দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বনমালী সরকার (২৭)। কিছু দিনের মধ্যে লাগানো হবে কৃত্রিম পা। আবারও হাঁটবেন বনমালী। ধরবেন সংসারের হাল। আর্থিক সংকটে দিন পার করছেন। কৃত্রিম পা স্থাপনের জন্য সমাজের বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বনমালী সরকার ও তার পরিবার। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) সকালে বনমালী সরকারের বাড়িতে গেলে বনমালী সরকার জানান, এইচএসসি পাশ করার পর সংসারের আর্থিক অনটন দূর করার জন্য ২০১৯ সালে আমি একটি বেসরকারি কোম্পানির কাজ করতাম চট্টগ্রাম শহরে। বেশ ভালই চলছিল আমার। কিন্তু আমার কপালে সুখ সইলো না। চট্টগ্রাম শহরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আমার একটি পা কেটে বাদ দিতে হয়েছে। লেখাপড়া জানি,কিন্তু চলাফেরা করতে না পারায় কোন আয় রোজগার করতে পারছি না। খুব কষ্টে দিন যাচ্ছে আমার। আমার চিকিৎসার জন্য প্রায় ৫লক্ষ টাকা খরচা করেছি। শুক্রবার রাজধানী ঢাকার সাভারে সিআরপি হাসপাতালে কৃত্রিম পা লাগানো হবে। ১লক্ষ টাকার মত প্রয়োজন। তাই সমাজের বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করছি। আমার নিজস্ব বিকাশ ও নগদ একাউন্ট নং-০১৭৬৭-৬৪১৪৬০। আমি সকলের সহযোগিতায় আবারও হাটতে চাই।
পারিবারিক সূত্রে জানা যায়,একটি পা হারানোর পরও শিক্ষিত টগবগে এ যুবক থেমে থাকেনি। নিয়েছেন কম্পিউটার প্রশিক্ষন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা হতে প্রশিক্ষন নিচ্ছেন। খাজরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সমাজ সেবা অধিদপ্তর এর মাধ্যমে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। 8,645,228 total views, 1,580 views today |
|
|
|