নিজস্ব প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে আশাশুনি থানা পুলিশের আয়োজনে র্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার মুল ফটকের সামনে আলোচনা সভা করা হয়।
আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকন্ঠ সোম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবীব, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, সুজন’র সভাপতি আব্দুল হান্নান, কৃষকলীগের আহŸায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী।
বক্তারা বলেন, সেবাই পুলিশের ধর্ম। পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মসূচি নিয়ন্ত্রণে দেশের পুলিশ কাজ করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করার আহŸান জানান।