বিশেষ প্রতিনিধি : বেচে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে একটি বসত ঘরের দাবি জানিয়েছেন ইটভাটা শ্রমিক নারী হাফিজা খানম। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা। স্বামী পরিত্যক্তা নারী হাফিজা জানান, বাবার ছোট্ট ভিটায় বৃদ্ধ বাবা-মায়ের সাথে একটি ঝুপড়ি মাটির ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছি। বাবা-মা ও একটি কন্যা সন্তানকে নিয়ে চারজনের অতি কষ্টের ‘দিন আনা দিন খাওয়া’ সংসার।
বিগত সময়গুলিতে প্রাকৃতিক ঝড়ে ঘরটি বার বার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের একটি নির্দিষ্ট মৌসুমে ইটভাটায় স্বল্প বেতনে কাজ করি। এজন্য পরিবারের খোরাক পূরণ করে ঘরের দিকে ব্যয় করার স্বক্ষমতা নেই। হাফিজা খানম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘আশ্রয়ণ’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বসত ঘর প্রদানের সময়কাল থেকে সে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একটি বসত ঘরের জন্য আবেদন করে আসছি। তারা দীর্ঘ কয়েক বছর ধরে শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন। অসহায় ওই নারী শ্রমিক উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে একটি সরকারি ঘরের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।