সেপ্টেম্বর ১৯, ২০২১
কালিগঞ্জে ডিলারের বিরুদ্ধে চালের দাম বেশি নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত হত-দরিদ্রদের ১০ টাকা কেজি দরে কার্ডধারীদের কার্ড ডিজিটালের নামে ১১০ টাকা ও ৩০ কেজি চাউল ৩শ’ টাকার পরিবর্তে ৩১০ টাকা নিচ্ছে শহিদুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতা । এতে ক্ষিপ্ত হয়ে কার্ডধারী ভুক্তভোগীরা প্রথমে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও পরে ডিলার শহিদুলের চাউল বিতরণ কেন্দ্রে বিক্ষোভ করেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় ভুক্তভোগী সুশীলা কল্যাণী মন্ডল, কালিকাপুর গ্রামের জাহানারা খাতুন, টঙ্গীপুর গ্রামের স্বপন বর্মণ, কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলাম, সুপ্রকাশসহ শত শত কার্ডধারীরা জানান,
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খোকন বলেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে রেজুলেশন করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিলেও কোন কাজে আসেনি। ডিলার শহিদ কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নাম ভাঙিয়ে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। 8,636,471 total views, 1,470 views today |
|
|
|