সেপ্টেম্বর ২৫, ২০২১
অপেশাদারদের জেলে সাজিয়ে জলমহাল গুলো ইজারা নিচ্ছে প্রভাবশালীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা
শেখ শাওন আহমেদ সোহাগ: সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ সমস্যা, সম্ভবনা ও মৎস্যজীবীদের পক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উত্তরণ-অপ্রতিরোধ্য প্রকল্প এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কালিগঞ্জ রাজস্ব অফিস পাঠাগার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উত্তরণ অপ্রতিতরোধ্য প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট মনির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব আলী সরদার, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা জলমহাল কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, প্রকৃত জেলেরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অপেশাদার অনেককে জেলে সাজিয়ে তাদের নামে বিভিন্ন জলমহাল ইজারা নিয়ে প্রভাবশালীরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। জেলেরা যদি কোন সংগঠন কিংবা জলমহাল ইজারা নিতে যায় তাহলে মৎস্য, সমবায়, এসিল্যান্ড, ইউএনও থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে টাকা দিতে হয়। যার কারণে প্রকৃত জেলেরা বঞ্চিত হচ্ছে। আর সেই সুযোগে কিছু অপেশাদার মানুষদেরকে জেলে সাজিয়ে জলমহাল গুলো ইজারা নিচ্ছে প্রভাবশালীরা। কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের লাওতলি খাল অপেশাদার জেলেদের নামে ইজারা নিয়ে সেটি ভোগ দখল করছে ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন। বাইনতলা খাল ইজারা নিয়ে শহিদ নামে এক ব্যক্তি নিজেই ভোগ দখল করছে। এসময় আরও বক্তব্য রাখেন চিংড়িখালি ফেডারেশনের সভাপতি মধু সরদার, ভূমিহীন নেতা মোর্শারফ হোসেন, বন্দকাটি সততা মৎস্যজীবি সমিতির সভাপতি মিলন মন্ডল প্রমুখ। 8,633,250 total views, 12,800 views today |
|
|
|