সেপ্টেম্বর ৯, ২০২১
রেজাউল ও তার স্ত্রী নামের আগে ‘‘ডাক্তার’’ শব্দটি সাদা রং দিয়ে মুছে ফেলেছেন
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরের বহুল সমালোচিত সেই হোমিও চিকিৎসক রেজাউল ও তার স্ত্রী রিমা আক্তারের নামের আগে ‘‘ডাক্তার’’ লেখা শব্দটি সাদা রং দিয়ে মুছে ফেলেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে সরেজমিন যেয়ে দেখা যায়,সাইনবোর্ডে রেজাউল করিম ও তার স্ত্রী রিমা আক্তারের নাম থাকলেও নামের আগে লেখা নেই ডাক্তার শব্দটি। ইন্টার পাশ করা রেজাউল ও তার স্ত্রী রিমা আক্তার নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করে কয়েক বছর যাবত প্রতারণার মহাফাঁদে ফেলে চিকিৎসা সেবা দেওয়ার নামে অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। এবিষয়ে গত ২ ও ৩ সেপ্টেম্বর রেজাউল ও তার স্ত্রীকে নিয়ে সাতক্ষীরার স্থানীয় দৈনিকসহ দেশের মূলধারার প্রথম সারির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই নিজেদের বাঁচাতে বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে দৌডঝাঁপ শুরু করে রেজাউল ইসলাম ও তার পিতা সামছুর রহমান। এমনকি তারা সাংবাদিকদের চাঁদাবাজ ও মামলার হুমকি দিতে থাকে। কৃষ্ণনগর এলাকার আরিফুল ইসলাম ও রুবেল হোসেনসহ স্থানীয় অনেকে জানান, বিগত কয়েক বছর আগে কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে নিজ বাড়িতে কোহিনুর হোমিও চিকিৎসালয় নামে প্রতিষ্ঠান খোলে রেজাউল ও তার স্ত্রী রিমা আক্তার। সেখানে সকল রোগের চিকিৎসা প্রদান করেন ওই দম্পতি। রোগী দেখলে তাদের ভিজিট দিতে হয় ৩শ’ টাকা। এছাড়া কম্পিউটার ও এনালাইজার মেশিনে ফুল বডি পরীক্ষা করে জার্মানী ঔষধ দ্বারা চিকিৎসাসেবা দেওয়ার নামে মানুষের কাছ থেকে হাতিয়ে নিতে থাকে মোটা অংকের টাকা। তারা আরও বলেন, কোন ব্যক্তি যদি রেজাউলের চিকিৎসা কেন্দ্রে রোগী নিয়ে যায় তাহলে যিনি নিয়ে যাবেন তিনি পাবেন ৫শ’ টাকা কমিশন। এমবিবিএস চিকিৎসকের মতোই করছেন জটিল সব রোগের চিকিৎসা। ডিজিটাল ব্যানার ও চটকদার বিজ্ঞাপন দিয়ে নিজের নামে ভিজিটিং কার্ড ও প্যাড ছাপিয়ে আইন অমান্য করেছেন প্রতিনিয়ত।
নামের আগে পদবী লিখছেন ‘ডাক্তার’। তাদের ভুল চিকিৎসা, মাত্রাতিরিক্ত ওষুধের প্রেসক্রিপশনের কারণে হরমামেশাই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকায় প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সেবা নিতে আসা শহর ও গ্রামের সহজ-সরল মানুষ। 8,636,053 total views, 1,052 views today |
|
|
|