সেপ্টেম্বর ২৪, ২০২১
জলবায়ুর সুবিচারের দাবিতে কালিগঞ্জে হিউম্যান ব্যানারসহ বিভিন্ন কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: জলবায়ুর সুবিচারের দাবিতে কালিগঞ্জে হিউম্যান ব্যানারসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপি বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও একশান এইড বাংলাদেশ এবং থ্রি ফিফটি বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। ওই সময়ে জলবায়ু যোদ্ধারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা পতিদিন মৃত্যুবরণ করছি। তার থেকে একবারে মৃত্যুবরণ করা শ্রেয়। প্রতি বছর মাশুল গুনতে হয় উপকূলবাসীর। সাইক্লোন সিডরের পর থেকে একের পর এক বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে। এই দুর্যোগে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নারীরা। বিশ্ব নেতাদের কাছে টেকসই বেরিবাঁধ, সুপেও পানি, লবনাক্ততা প্রসমন এবং কার্বন উৎপাদন কমিয়ে আনার দাবি করেন তারা।
পরবর্তীতে জলবায়ু যোদ্ধারা সবুজ চুক্তির দাবিতে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রীণ নিউ ডিল এর হিউম্যান ব্যানার তৈরী করেন। এছাড়াও কাঁকশিয়ালী নদীতে ক্যাম্পেইনসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করে। 8,632,515 total views, 12,065 views today |
|
|
|