ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে এক পরিবারের চার জনকে হত্যা মামলায় একমাত্র আসামি রায়হানুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) বেলা ১২টার দিকে এ রায় দেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। এর আগে এ মামলায় ১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ এবং মামলার বাদি ও বিবাদি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণার জন্য ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছিলেন। পরে এই তারিখ পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বর ধার্য করা হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৪ অক্টোবর গভীর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের মো. শাহীনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে তাসমিন সুলতানা (৮) কে হত্যা করা হয়। তবে ঘাতক শাহীনুর ইসলামের চার মাসের সন্তান মারিয়া সুলতানাকে অক্ষত অবস্থায় ঘটনাস্থলে রেখে যান। আজ মঙ্গলবার এ মামলায় আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে।