সেপ্টেম্বর ২৬, ২০২১
কালিগঞ্জ সরকারি কলেজের সামনে অবস্থিত সরকারি খাল ঘেরাবেড়া দিয়ে দখলের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজের সামনে অবস্থিত সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে সুশীলন নামে একটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এঘটনায় কলেজের শিক্ষকসহ প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কালিগঞ্জ কলেজ। গত কয়েক বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটি সরকারি করণের ঘোষণা দেন। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সন্তোষ-জনক।
তবে কলেজের সামনে অবস্থিত দীর্ঘদিনের সরকারি খালটি এনজিও সুশীলন নামে একটি প্রতিষ্ঠান দখল করে ঘেরাবেড়া দিয়ে রাখায় এলাকাবাসীসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় জাকির হোসেন, ফিরোজ কবির, আলমগীর হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, আমরা সারাজীবন দেখে আসছি খালটি কলেজের নামে ব্যবহার হয়ে আসছে। তবে অতি দুঃখের বিষয় সুশীলন খালটি দখল করে নিজেদের করে নিয়েছে। যার কারণে কয়েকটি এলাকার পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিয়েছে। খালটি যখন উন্মক্ত ছিলো তখন এলাকার মানুষ বর্ষা মৌসুমে জাল ফেলে মাছও ধরতো। তবে এগুলো এখন শুধুই স্মৃতি।
কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম জানান, আমার চাকরির আগে থেকে খালটি কলেজের কাজে ব্যবহার হতো। খালের পাশে কলেজেরও একটি সাইনবোর্ড ছিলো। তবে কয়েক বছর যাবত খালটির সাইট নিয়ে ঘেরাবেড়া দিয়েছে সুশীলন কর্তৃপক্ষ। কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য খালটি উন্মুক্তর দাবি জানান তিনি।
8,633,921 total views, 13,471 views today |
|
|
|