দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আইডিয়াল সংস্থার পক্ষ থেকে গাছের বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পারুলিয়াস্থ বে-সরকারি সংস্থা আইডিয়ালের প্রধান কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম উপস্থিত গাছের চারা সদস্যদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সমন্বয়কারী আবুল কালাম আজাদ, সিনিয়র শাখা ব্যবস্থাপক প্রযতী সরকারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
এসময় শতাধিক মানুষকে ঔষধি গাছের চারা প্রদান করা হয়। এছাড়া বঙ্গবন্ধু সহ সকল বীর শহীদদের আতœার মাগফিরাত কামনা করা হয়।