আগস্ট ৫, ২০২১
দেবহাটায় শেখ কামালের জন্মদিন পালন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উৎযাপন করার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা থানা শ্রদ্ধা জানায়। পরে সকাল সাড়ে ১০টায় জুমে’র মাধ্যমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, শিক্ষা অফিসার শাহজান আলী, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। বিকালে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও গ্রামীণ খেলাধুলা ভিত্তিক চিত্রাঙ্কন ভিত্তিক চিত্রাঙ্কন, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে মুক্তিযোদ্ধা শেখ কামাল শীর্ষক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 8,889,098 total views, 3,523 views today |
|
|
|