আগস্ট ৩১, ২০২১
দেবহাটায় শিক্ষাবৃত্তির চেক বিতরণ
দেবহাটায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন সাসের আঞ্চলিক ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, আউট অব স্কুল চিলড্রেনের উপজেলা ম্যানেজার মাহবুবুর রহমান, শাখা ব্যবস্থাপক বিল্লাল হোসেন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মমিনুর রহমান, ডাঃ মনোজ কুমার হালদার সহ সাসের স্বাস্থ্য পরিদর্শক ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। এসময় ৫জন কৃতি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)। 8,890,550 total views, 1,443 views today |
|
|
|