জুলাই ১২, ২০২১
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতে বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই যুবক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকার রমজান গাজীর ছেলে। রবিবার (১১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। নিহতের চাচা হাবিবুর রহমান জানান, রবিবার দুপুরের দিকে তার ভাতিজা আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সোমবার সকালে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন ভাতিজা রাজ্জাক সীমান্তবর্তী ইছামতি নদী পার হয়ে অবৈধভাবে ভারত থেকে গরু পাচারকালে বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। আব্দুর রাজ্জাকের মরদেহ ফেরত আনার জন্য বসন্তপুর বিজিবির কাছে আবেদন দিয়েছেন বলে জানান তিনি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক খান বলেন, প্রতিদিনের ন্যায় আমি রাতে আমার মৎস্যঘেরে ছিলাম। হঠাৎ রাত দুইটার দিকে সীমান্তে তিনটি গুলির শব্দ শোনা যায়। এর ১০ মিনিট পর আরও একটি গুলির শব্দ শুনতে পাই। স্থানীয় সূত্র জানায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবত নদীপথে ভারত থেকে গরুসহ অবৈধ মালামাল আনা নেওয়ায় নিয়োজিত ছিল। 8,644,596 total views, 948 views today |
|
|
|