জুন ৩০, ২০২১
কালিগঞ্জে কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের এক গ্রাম ডাক্তারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কথিত সাংবাদিক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত শেখ আব্দুর রহিমের ছেলে শেখ লুৎফর রহমান (৬২) এবং তার ছেলে শেখ ইসলামুল হক জজ’র (৩৫) নামে চাঁদাবাজি মামলা হয়েছে। ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে গ্রাম ডাক্তার শেখ শরিফুল ইসলামের সাথে একই গ্রামের সাংবাদিক পরিচয় দানকারি শেখ লুৎফর রহমানের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। যার সূত্রধরে গ্রাম ডাক্তার শরিফুল ইসলামের ক্রয়কৃত জমি দখল করে নিবে বলে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল লুৎফর গং। গত ২৬ এপ্রিল সকালে অভিযুক্ত লুৎফর রহমান তার ছেলে ইসলামুলসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ভুক্তভোগীর বাড়িতে এসে এলোপাতারি মারপিট করতে থাকে। এরপর গ্রাম ডাক্তারের গলায় চাইনিজ কুড়াল ধরে গ্রাম ডাক্তারের শয়নকক্ষের মধ্যে প্রবেশ করে চাঁদা স্বরুপ নগত ৯৪ হাজার ৭শ’ টাকা নিয়ে নেয় লুৎফর গং। এছাড়া বাদবাকি আরও টাকা দাবি করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেছেন। এসব ব্যাপারে অভিযুক্ত শেখ লুৎফর রহমানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে মামলার ব্যাপারে কিছুই জানেন না উল্লেখ করে এ প্রতিবেদককে উল্টো বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এরপর তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আমি যোগদানের পূর্বেই মামলাটি রুজু হয়েছিলো। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে রয়েছে। 8,645,434 total views, 1,786 views today |
|
|
|