চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে জরুরী অক্সিজেন সেবা চালু হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে (২৬ জুন) শনিবার সকাল ১০ টায় পরিষদের চেয়ারম্যান ও এলাকার সুধী মহলের সহযোগিতায় অক্সিজেনের ৪টি সিলিন্ডারের ব্যবস্থা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক বলেন কভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণে যে সমস্ত রুগীর শ্বাসকষ্ট হয় তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না থাকায় রুগী কষ্ট পায়।
অনেক সময় অক্সিজেনের অভাবে রুগী মারাও যায়। এজন্য জরুরী অক্সিজেন সেবা দিতে আমি অক্সিজেনের ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, আমার এলাকার যে কেউ হঠাৎ অক্সিজেনের অভাবে কষ্ট পেলে ইউনিয়ন পরিষদ থেকে ফ্রি অক্সিজেন সেবা পাবে। সাথে প্রাথমিক চিকিৎসাও পাবেন। এ সময় গ্রাম্য ডাক্তার আবদুল গফুর, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, ইউপি সদস্য গোলাম কাইয়ুম, ঠাকুর দাশ সরকার ও চাম্পাফুল ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।