মে ২৫, ২০২১
ডুমুরিয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
চুকনগর প্রতিনিধি :কোভিড-১৯ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখার জন্য দলিত সংস্থা ২০২০ সাল থেকে কয়েকটি বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের প্রান্তিক ও সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের মানুষদের জন্য কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেন পরিচালনা, কোভিড-১৯ এর জন্য প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, হতদরিদ্র দলিত নারীদের উপার্জনমুখী কার্যক্রম বাস্তবায়ন, স্থানীয় প্রশাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক স্থাপনকরণ ও বাল্যবিবাহ হ্রাসকল্পে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এবং দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ”প্রোমোটিং অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশানস ফর কোভিড-১৯ রেসপনস ইন দ্য মার্জিনালাইজড দলিত কমিউনিটি” প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির কার্যক্রমসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থানীয় জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা। এরই ফলশ্রæতিতে ৪দিনব্যাপী ডুমুরিয়া উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি দলিত অধ্যষিত পাড়ায় স্বাস্থ্য বিধি মেনে ৭২০ জন যুব গ্রæপের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
8,765,249 total views, 5,809 views today |
|
|
|