মে ১৫, ২০২২
যশোর চুকনগর সড়কের কাজ দ্রæত সম্পন্নের দাবিতে মানববন্ধন
কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে রাস্তা সংস্কারের কাজ স্থগিত থাকায় প্রাণহানি ও দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলতাপোলের আলোকিত সংঘ এর উদ্যোগে রোববার বিকালে শহরের যশোর টু চুকনগর সড়কের আলতাপোল তালতলা নামক স্থানে মানববন্ধনে সভাপতিত্ব করেন আলোকিত সংঘের আহŸায়ক কাওছার হোসেন রুবেল । সংগঠনের সদস্য সচিব অমিত সরকারের পরিচালনায় মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন ৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মোঃ কবির হোসেন, ইউপি সদস্য রাশেদুল ইসলাম লিটন, মহিলা ইউপি সদস্য শাহজাহান পারভিন ,আলোকিত সংঘের যুগ্ম আহŸায়ক আসাদুল ইসলাম, মেহেরাজ হোসেন, মেহেদী হাসান সোহাগ, মোঃ ইব্রাহীম হোসেন, সোয়াইব হোসেন রাজু, রকি ইসলাম, রায়হান ইসলাম, মুরাদ হোসেন সাজু, হাসান রবি প্রমূখ। । বক্তরা বলেন, সড়কের কাজ দ্রæততম সময়ের মধ্যে সম্পন্ন না করায় এ সড়কটি এখন মৃর্ত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এম কোন দিন নেই যেদিন দূর্ঘটনা ঘটছে না, কি কারনে সড়কের কাজ বন্ধ রাখা হয়েছে তার কোন জবাব ও এলাকাবাসি কারো নিকট থেকে পাচ্ছেন না। অবিলম্বে অসমাপ্ত কাজ অতিশ্রীঘ্রই সম্পন্ন করার দাবি জানান তারা। 8,769,629 total views, 1,352 views today |
|
|
|