নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ২৫ গ্রাম গাঁজাসহ আকাশ দাস (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় এলাকার কারক দাসের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে থানার সহকারি উপ-পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা নামাজগড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৫ গ্রাম গাঁজাসহ আকাশকে আটক করা হয়। আসামিকে রবিবার (১৮ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।