এপ্রিল ৭, ২০২১
চারটি সরকারি বালু মহল ইজারা প্রদান
নিজস্ব প্রতিনিধি: বাংলা ১৪২৮ সালের জন্য সাতক্ষীরা জেলার ০৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান করা হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র কার্যালয়ে ০৪টি বালু মহলের বিপরীতে ০৯জন দরপত্র প্রদানকারীদের উপস্থিতিতে সরকারি কাক্সিক্ষত চাহিদার অতিরিক্ত সর্বোচ্চ দরদাতাদের মাঝে এ ০৪টি বালু মহল প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। গত ০৫ এপ্রিল সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকায় বালু মহল ইজারা প্রদানের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ০৭ এপ্রিল বুধবার সকাল ০৯টা থেকে দুপুর ০১টা পর্যন্ত ০৪টি সরকারি বালু মহল ইজারা প্রদানের জন্য দরপত্র আহŸান করা হয়। এসময় ০৪টি বালু মহলের বিপরীতে ০৯টি দরপত্র জমা পড়ে। দুপুর ০২টায় সকলের উপস্থিতিতে এবং কারও কোন আপত্তি না থাকায় ০৯টি দরপত্রের মধ্যে ০৪জন সর্বোচ্চ দরদাতাদের প্রাথমিকভাবে নির্বাচিত করে ০৪টি সরকারি বালু মহল ইজারা প্রদান করা হয়। সরকারি কাক্সিক্ষত চাহিদার অতিরিক্ত সর্বোচ্চ দরদাতা হিসাবে আশাশুনি বালু মহল ৪ লক্ষ ৫০ হাজার টাকায় ইজারা পেয়েছেন এম খলিলুল্লাহ ঝড়–, খানজিয়া বালু মহল ৯লক্ষ ৪৭ হাজার টাকায় ইজারা পেয়েছেন বাবুল আফসার, চরশ্রীপুর বালু মহল ১১ লক্ষ ৬৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন কুদ্দুস, টাউন শ্রীপুর সরকারি বালু মহল ৭ লক্ষ ১৮ হাজার টাকায় ইজারা পেয়েছেন মো. আল ফেরদাউস আলফা। সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কার্যালয় থেকে সরকারি বালু মহল ইজারা বিষয়ে নিশ্চিত করা হয়েছে। 8,414,550 total views, 2,703 views today |
|
|
|