এপ্রিল ৬, ২০২১
খাজরা টু চেউটিয়া সংযোগ সড়কটি পিচ ঢালাইয়ের দাবি
![]() নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা বাজার টু চেউটিয়া সংযোগ সড়কটি ইটের রাস্তার পরিবর্তে পিচ ঢালাই করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। খাজরা বাজার থেকে চেউটিয়া বাজার পর্যন্ত এলজিইডির প্রায় ৬ কিলোমিটার ইটের ভাঙাচোরা রাস্তাটি পিচ ঢালাই করার দাবী স্থানীয়দের। দীর্ঘ ৫বছরের ও বেশি সময় ধরে রাস্তাটি এক প্রকার চলাচল অনুপযোগী বলে অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে সড়কটি পরিদর্শনে গেলে দেখা যায়,পিরোজপুর সাইফুল ইসলাম,বিকাশ সানা,যজ্ঞ মন্দির সংলগ্ন,খালিয়া,বিলখালিয়া,চেউটিয়ায় ইটের সড়কটির বেহাল দশা। সময়মত সড়কটি সংস্কার না করার কারণে দশ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় যাতায়াত করা লোকজনের। খুব বেশি দুর্ভোগে পড়তে হয় যানবাহনের চালক, অসুস্থ রোগী, বয়স্ক লোকজন ও স্কুল কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীদের । 6,235,309 total views, 2,294 views today |
|
|
|