এপ্রিল ২৩, ২০২১
কালিগঞ্জের সকল সরকারি খাল দখলমুক্ত করা হবে- সাঈদ মেহেদী
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। চারিদিকে পানি নিয়ে শুরু হয়েছে হাহাকার। এমতাবস্থায় উপজেলায় পানি সংকটে মানবিক সাড়াদান কর্মসূচীর আওতায় জরুরী ভিত্তিতে পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও একশান এইড বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে পানির সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে পানি সমস্যার কারণে মানুষের স্বাস্থ্যর উপর পড়েছে ভয়াবহ প্রভাব। দূষিত পানি খাওয়ার কারণে বেড়েছে কলেরা, আমাশয়, গ্যাস্ট্রিক, ইউরিন ইনফেকশান, ডায়রিয়া, জন্ডিস, কোষ্ঠকাঠিন্য, যৌনাঙ্গে চুলকানি, ঘা, জালাপোড়া। এছাড়া দূষিত পানি ব্যবহারের চুলকানি, চর্মরোগ, লিউকোরিয়া রোগের পরিমাণ বেড়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান আরও বলেন, আমি অতি দ্রæত উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত সরকারি পুকুর গুলো খনন করে পানি খাওয়ার উপযোগী করে গড়ে তুলব। উপজেলা জুড়ে যে সকল খাল ভূমি দস্যুরা দখল করে রয়েছে তাদেরকে উচ্ছেদ করে খাল গুলো অবমুক্ত করব। এ জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। 8,412,761 total views, 914 views today |
|
|
|