নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. নামজুল হুসেইন খাঁনের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,কমিটির সদস্য সচিব জনতা ব্যাংক আশাশুনি ব্রাঞ্চের ব্যবস্থাপক অপু রায়হান, কৃষি ব্যাংক গুনাকরকাটি ব্রাঞ্চের ব্যবস্থাপক গোলাম মোস্তফা, রূপালী ব্যাংক বুধহাটা ব্রাঞ্চের ব্যবস্থাপক ফিরোজ হোসেন, কৃষি ব্যাংক আশাশুনির অফিসার রাম প্রসাদ বিশ্বাস, সোনালী ব্যাংক আশাশুনির অফিসার সনাতন দেবনাথ, আরডিও বিশ্বজিৎ ঘোষ, পল্লী দারিদ্র বিমোচন অফিসার ফিরোজ আহমেদ, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান প্রমুখ। সভায় কৃষি ঋণ বিতরণ, মামলা ও আদায়ের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।
8,414,262 total views, 2,415 views today