জানুয়ারি ৪, ২০২১
আশাশুনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) আশাশুনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। সকালে জনতা ব্যাংক চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিবসের শুভ সূচনা হয়। বেলা ১১ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন। ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ছাত্রলীগের সাবেক আহŸায়ক নাহিদুজ্জামান নাহিদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, ছাত্রনেতা আশরাফুল ইসলাম তাজ, তানভীর রহমান রাজ, আল আমিন হোসেন, সাহারুল ইসলাম, সাইমন ইসলাম তারিক, রাহুল, সুজন, আসাদ, বাচ্চু, রানা, শান্ত, রাফসান, শাওন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সব শেষে কেক কেটে ও সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিবসটির কার্যক্রম শেষ হয়। 9,098,130 total views, 2,269 views today |
|
|
|