নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ঝাউডাঙ্গায় জমিজমার সংঘর্ষের জের ধরে হামলা মামলার বিষয়ে খোঁজ-খবর নিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বৃহস্পতিবার দুপুর ১টায় সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে মৃত নাদের আলী গাজী’র ছেলে মো. আবুল বাসার গাজী’র বাড়িতে যান। এসময় তিনি উভয় পক্ষ ও এলাকাবাসীর কথা শোনেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগকারী মো. আবুল বাসার গাজী জানান, বিগত ১৩/০৭/২০২০ সালে জেলা জামাতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য একাধিক নাশকতা মামলার আসামী মাওলানা আব্দুল বারী আমার পরিবারের উপর জমিজমার সংঘর্ষের জের ধরে হামলা করে। এসময় সকল ঘটনা শোনার পর এমপি রবি উভয় পক্ষকে সামনে রেখে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুই পক্ষের জমির কাগজ পত্র বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জমিজমার সমস্যা সমাধানের নির্দেশ দেন এমপি রবি।