অনলাইন ডেস্ক : গুগলের জিমেইল, ইউটিউবসহ বিভিন্ন সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিশ্বব্যাপী গুগল ব্যবহারকারীরা। গুগল সেবা বন্ধ হওয়া ইতিহাসে স্মরণকালের মহাবিপর্যয় হিসেবেই দেখছেন ব্যবহারকারীরা। কারণ এর আগে নিকট অতীতে জিমেইল ও ইউটিউব একসঙ্গে বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি। মাঝে মধ্যে জিমেইলে সমস্যা হলেও তা অল্প সময়েই সমাধান হয়ে গেছে। জিমেইল ব্যবহারকারীরা ‘টেম্পারারি এরর’ মেসেজ পাচ্ছেন। ইউটিউবেও মেসেজ আসছে সামথিং ওয়েন্ট রং। জিমেইলসেবা বন্ধ থাকার কারণে ক্ষমা চাচ্ছে গুগল। তবে গুগল সার্চ এখনো কাজ করছে।