Site icon suprovatsatkhira.com

কৃষিতে প্রতিবন্ধী ব্যক্তি গবেষণা সম্মাননা পেলেন সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সাংবাদিক খায়রুল আলম

নিজস্ব প্রতিনিধি : কৃষিতে বাংলাদেশের শতকরা ৮৬ জন শারীরিক ও কুষ্ঠ প্রতিবন্ধী মানুষ প্রত্যক্ষভাবে জড়িত এবং করোনা মহামারির এই দুঃসময়ে বাংলাদেশের ৮৮ শতাংশ প্রতিবন্ধী মানুষের আয় কমে গেছে অন্যদিকে পারিবারিক ব্যয় সংকোচনের জন্য লকডাউনের সময় ২২ শতাংশ প্রতিবন্ধী মানুষ তাদের কন্যা সন্তানের বিয়ে দিয়েছেন। ‘বাংলাদেশে কৃষিতে প্রতিবন্ধী মানুষের ভূমিকা’ এবং ‘প্রতিবন্ধী মানুষের জীবন-জীবিকায় কোভিড-১৯ মহামারির প্রভাব’ সম্পর্কিত দুইটি পৃথক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, ইকো-কোঅপারেশন, নরেক এবং বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত দুইটি গবেষণার ফলাফল উপস্থাপন ও সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য-মন্ত্রী ড. হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মি. সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (মাঠ সেবা শাখা) মাহফুজ হোসেন মৃধা, ইকো-কোঅপারেশনের হেড অব প্রোগ্রামস মো. আবুল কালাম আজাদ এবং দি লেপসী মিশনের কান্ট্রি ডিরেক্টর মি. সলোমন সুমন হালদার। প্রধান অতিথি তথ্য-মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘‘প্রতিবন্ধী কৃষকেরা শারীরিক প্রতিবন্ধীতা জয় করে কৃষিতে অবদান রাখছে সেটি অবশ্যই অনুকরণীয়। যারা প্রতিবন্ধী হয়েও কষ্টসাধ্য কৃষি কাজের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’’
তথ্য-মন্ত্রী আরো বলেন, গত পাঁচ দশকে জনসংখ্যা আড়াই গুন হয়েছে। প্রতি বছর ২ লক্ষ একর কৃষি জমি কমেছে। কিন্তু এর সাথে কৃষি উৎপাদনও বেড়েছে। আর এটি সম্ভবপর হয়েছে বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে। কৃষি জমি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নগর কৃষি এবং ছাদ কৃষির ওপরও জোড় দিতে হবে। তথ্য-মন্ত্রী বলেন, আমাদের দেশে আগে প্রতিবন্ধীদের লুকিয়ে রাখা হতো। কিন্তু এখন বাবা-মা তাদের প্রতিবন্ধী সšত্মানদের শিক্ষিত করে এবং তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় সেটি ভাবছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ জয় এর বিশেষ উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য নানান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারা বিভিন্ন খাতে ভাতা পাচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা পুরস্কার পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তথ্য-মন্ত্রী বলেন ‘‘সকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কথা বলে না। প্রতিবন্ধীদের নিয়ে যেসকল সাংবাদিক ভাইবোনেরা রিপোর্ট করেছেন তাদেরকে অভিনন্দন জানাই।” কৃষিতে প্রতিবন্ধী মানুষের ভূমিকা নিয়ে গবেষণা করার জন্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মি. সমীর চন্দ বলেন “কৃষকলীগ যেহেতু কৃষকদেরই সংগঠন, এখানে প্রতিবন্ধী কৃষকগণও যেন অন্তর্ভুক্তি হয় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আগামী বছর সফল প্রতিবন্ধী কৃষকদের পুরস্কারের ব্যবস্থা করব এই প্রত্যাশা ব্যক্ত করছি।” কৃষিতে প্রতিবন্ধী মানুষের অবদান নিয়ে সংবাদ করায় ৯ জন সাংবাদিক পুরস্কৃত
দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ কৃষিতে প্রতিবন্ধীদের ভূমিকা ও অবদান নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করার জন্য ৯ জন সাংবাদিককে পুরস্কৃত করেছে। তথ্য-মন্ত্রী ড. হাসান মাহমুদ পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version