ডিসেম্বর ১৯, ২০২০
কৃষিতে প্রতিবন্ধী ব্যক্তি গবেষণা সম্মাননা পেলেন সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সাংবাদিক খায়রুল আলম
নিজস্ব প্রতিনিধি : কৃষিতে বাংলাদেশের শতকরা ৮৬ জন শারীরিক ও কুষ্ঠ প্রতিবন্ধী মানুষ প্রত্যক্ষভাবে জড়িত এবং করোনা মহামারির এই দুঃসময়ে বাংলাদেশের ৮৮ শতাংশ প্রতিবন্ধী মানুষের আয় কমে গেছে অন্যদিকে পারিবারিক ব্যয় সংকোচনের জন্য লকডাউনের সময় ২২ শতাংশ প্রতিবন্ধী মানুষ তাদের কন্যা সন্তানের বিয়ে দিয়েছেন। ‘বাংলাদেশে কৃষিতে প্রতিবন্ধী মানুষের ভূমিকা’ এবং ‘প্রতিবন্ধী মানুষের জীবন-জীবিকায় কোভিড-১৯ মহামারির প্রভাব’ সম্পর্কিত দুইটি পৃথক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বেসরকারি প্রতিষ্ঠান দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, ইকো-কোঅপারেশন, নরেক এবং বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত দুইটি গবেষণার ফলাফল উপস্থাপন ও সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য-মন্ত্রী ড. হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মি. সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (মাঠ সেবা শাখা) মাহফুজ হোসেন মৃধা, ইকো-কোঅপারেশনের হেড অব প্রোগ্রামস মো. আবুল কালাম আজাদ এবং দি লেপসী মিশনের কান্ট্রি ডিরেক্টর মি. সলোমন সুমন হালদার। প্রধান অতিথি তথ্য-মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘‘প্রতিবন্ধী কৃষকেরা শারীরিক প্রতিবন্ধীতা জয় করে কৃষিতে অবদান রাখছে সেটি অবশ্যই অনুকরণীয়। যারা প্রতিবন্ধী হয়েও কষ্টসাধ্য কৃষি কাজের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’’ 8,417,578 total views, 1,351 views today |
|
|
|