ডিসেম্বর ১৫, ২০২০
সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছে-জেলা প্রশাসক
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সরকারি ভাবে নির্মাণধীন গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে তিনি বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামে মুজিববর্ষে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের নির্মাণাধীন গৃহগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন- ভূমিহীনদের জন্য উপহারের পাকা ঘরগুলি নতুন বছরের শুরুতেই সারা বাংলাদেশে একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাই সময় মত কাজগুলো সম্পন্ন করতে আরও বেশি জনবল লাগাতে হবে। আম্পান উপদ্রæত ভূমিহীনদের জন্য সাতক্ষীরা জেলায় আশাশুনিতে সবচেয়ে বেশি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার সুখী, সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সবার উচিত দেশের স্বার্থে সবাইকে যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করা। বিজয়ের মাসে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। এবার মাত্র ৪ ঘণ্টায় আশাশুনি থেকে ঢাকা যাওয়া সম্ভব হবে। কিছু ধর্মান্ধ মানুষ সরকারের এসব উন্নয়নের ধারাকে ব্যাহত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ষড়যন্ত্র করছে। আপনারা সচেতন থাকলে কোন সব বাঁধা পার হয়ে উন্নয়নের এ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলাতানা, থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবির, ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোসাদ্দেক, স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল প্রমুখ। 8,765,859 total views, 6,419 views today |
|
|
|