ডিসেম্বর ২১, ২০২০
মুজিব বর্ষে সরকারি ঘর পাওয়ার আকুতি বিধবা ছকিনার
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিলখালিয়া গ্রামের মৃত রুহুল গাজীর স্ত্রী বিধবা ছকিনা খাতুন (৫০) মুজিব বর্ষে সরকারি ঘর পাওয়ার আকুতি জানিয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) সকালে বিধবা ছকিনা খাতুনের সন্ধানে গিয়ে দেখা যায়, গোলপাতার একটি খুপড়ি ঘরে ১ সন্তান ও ১ প্রতিবন্ধী নাতি সোহাগ গাজীকে নিয়ে খুব কষ্টে বসবাস করছেন। বিধবা ছকিনা খাতুন জানান, প্রায় ১৭ বছর আগে তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। সহায় সম্বল বলতে ভিটামাটি বিক্রি করে স্বামীর চিকিৎসার জন্য খরচ করেছেন। সরকারি খাস জমিতে চার মেয়ে ও ১ ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে জীবন জীবিকা নির্বাহ করছেন তিনি। চার কন্যাকে বিয়ে দিয়ে এবং সংসারের ঘানি টেনে মানবেতর জীবন যাপন করছেন বিধবা ছকিনা খাতুন। নিজে এখন দিনমজুরের কাজ ও ছেলেটি ইটভাটার শ্রমিকের কাজ করছে। তাদের এই স্বল্প আয়ে সরকারি খাসজমিতে কোন রকম মাথা গুজার ঠাঁই হিসেবে ঘরের টিনের দেওয়াল দুর্বল, খুঁটির অবস্থাও শোচনীয়। গোলপাতার ভার সইতে না পারা চালের বাঁশের ফ্রেম অনেক স্থানে বসে গেছে। বিভিন্ন স্থানে খুঁটি দিয়ে পেলা দিয়ে ঘরটি টিকিয়ে রাখা হলেও ঝড়-বর্ষার দিনে যে কোন সময় ভেঙে পড়ার আশঙ্কা। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একটি গৃহ নির্মাণের ব্যবস্থা করে দিতে খাজরা ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের সু-নজর কামনা করেছেন। 8,412,965 total views, 1,118 views today |
|
|
|