ডিসেম্বর ৭, ২০২০
দেবহাটায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ
কাদের মহিউদ্দীন : সম্প্রতি কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ ইয়াছিন আলীর সভাপতিত্বে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দেবহাটা প্রস্তাবিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সাবুর আলী, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, অজিহার রহমান, নিয়ামত আলী, হাবিবুর রহমান, ইদ্রিস আলী, নজরুল ইসলাম, সামছুর রহমান সহ মুক্তিযোদ্ধাবৃন্দ। সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে দেশের সকল মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে ভাস্কর্য রক্ষা করার দৃঢ় শপথ গ্রহণ করে এ ধরনের সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা। 8,878,193 total views, 6,141 views today |
|
|
|