কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের দানিয়ার খালটি স্থানীয় প্রভাবশালীদের হাত থেকে উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা ১২টায় ইউনিয়নের পূর্ব কালিকাপুরে ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা ওবায়দুল্যাহ মাইকিং করে ও সাইনবোর্ড টানিয়ে জনস্বার্থে খালটি উন্মুক্ত ঘোষণা করেন। তিনি জানান, সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জনস্বার্থে খালটি উন্মুক্ত করা হয়েছে। এ সময় কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের কন্যা কেন্দ্রীয় জাতীয় পার্টির নেত্রী সাফিয়া পারভীন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী, সাইফুর রহমান বাবু, আফছার আলী, সদস্যা রাশিদা খলিল, গ্রাম পুলিশসহ শতাধিক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
9,173,043 total views, 113 views today