নিজস্ব প্রতিনিধি : জাতীয় দলের খেলোয়াড় কার্টারমাস্টার মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বরেয়া প্রিমিয়ার লীগ (বিপিএল) এর আকর্ষণীয় ফাইনাল খেলা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বরেয়া স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে তাওসিফ ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে উজির ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ক্রিকেট একাদশ ১৭ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে সক্ষম হয়। ৪২ বলে ৫৬ রান করে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন তাওসিফ ক্রিকেট একাদশের খেলোয়াড় মহাসীন। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আরিফুজ্জামান ও সোহেল পারভেজ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কার্টারমাস্টার মোস্তাফিজুর রহমান। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক বিপিএল’র আকর্ষণীয় ফাইনাল খেলা উপভোগ করেন।