কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। গোপালগঞ্জে বিএআরআই এর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় উপ-প্রকল্প পরিচালক ড. হারুন-উর রশিদের সভাপতিত্বে আধুনিক পদ্ধতি ও কৌশল ব্যবহার করে কীভাবে স্বল্প খরচে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে টমেটো চাষ করা যায়, সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামান। বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাফা কামাল শাহাদাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, কৃষিবিদ এস এম খালিদ সাইফুল্লাহ, কৃষিবিদ জসিম উদ্দিন, কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ১শ’ ২০ জন কৃষক অংশ নেন।