ডিসেম্বর ২৩, ২০২০
ইউপি কার্যালয়ে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ কর্মশালা
![]() নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন পরিষদের কার্যাবলীতে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ এবং ইউনিয়ন পরিষদের ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর আয়োজনে সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর ডেফবøাইন্ড ফিল্ড এডুকেটর জালাল উদ্দিনের সঞ্চালনায় তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রাম বিকাশ সংস্থার প্রোজেক্ট ম্যানেজার মো. জমির আলী। বিশেষ অতিথি ছিলেন তারালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আহম্মাদ আলী, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম, ডি আর আর এর পিটি এ মো. রুহুল আমিন, মৃত্যুঞ্জয় ঘোষ, ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম মেনা, ইউপি সদস্য বাবলু বিশ্বাস, গ্রাম পুলিশ সবুর আলী সহ আরও অনেকে। কর্মশালায় তারালী ইউপি চেয়্যারম্যান এনামুল হোসেন ছোট প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটিতে ১৩ জন প্রতিবন্ধীকে সংযুক্ত করা হবে বলে তিনি জানান। 9,097,572 total views, 1,711 views today |
|
|
|