ডিসেম্বর ২, ২০২০
আশাশুনিতে স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনি জাতীয় মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার (২ ডিসেম্বর) সকালে মৎস্যজীবী সমিতির জেলা সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা সভাপতি অনীল কৃষ্ণ মন্ডল ও সেক্রেটারি নাসির উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে-জলমহল সমূহের সীমানা নির্ধারণ সহ সকল প্রকার অবৈধ দখল উচ্ছেদ ও বাদ পড়া প্রকৃত জেলেদের হালনাগাদ তালিকা প্রণয়নের দাবি জানানো হয়। এছাড়া সকল জল মহালের এস,এ ম্যাপ অনুযায়ী মাপ জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ ও সকল বেআইনি দখলদারদের কবল থেকে সরকারি জমি উদ্ধার, জল-মহালের সকল বেআইনি বাঁধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি, জল-মহাল সংক্রান্ত সকল মামলা নিষ্পত্তির জন্য জরুরী পদক্ষেপ গ্রহণ ও জেলে/মৎস্যজীবীদের যাচাই বাছাই কার্যক্রম দ্রæত শুরু করে বাদ পড়া প্রকৃত জেলেদের তালিকা ভুক্তির আবেদন জানানো হয়েছে। 9,015,788 total views, 317 views today |
|
|
|