নভেম্বর ১১, ২০২০
জয়নগরে স্বাস্থ্য কর্মী রোকেয়ার দাপটে সেবা বঞ্চিত দুই মাসের শিশু
স্টাফ রিপোর্টার : কলারোয়া উপজেলার জয়নগরে দুই মাস বয়সী এক শিশুকে সরকারি টিকা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে এক নারী স্বাস্থ্য-কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুর মা জয়নগর গ্রামের আরিজুল সরদারের মেয়ে মারুফা খাতুন জানান, গত রবিবার (০৮ নভেম্বর) সকাল টায় জয়নগরের টিকাদান কেন্দ্র সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দীন সরদারের বাড়ির কেন্দ্রে আমার দুই মাসের শিশুকে টিকা দিতে নিয়ে যাই। কোন কারণ ছাড়াই ওই কেন্দ্রে কর্মরত (এফ ডবিøউ সি) স্বাস্থ্য-কর্মী রোকেয়া বেগম টিকা না দিয়ে দুর্ব্যবহার করে আমাকে ফিরিয়ে দেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. বজলুর রহমানকে জানালে তিনি তাৎক্ষণিক স্বাস্থ্য-কর্মী রোকেয়া বেগমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওই স্বাস্থ্য-কর্মী ফোন রিসিভ না করে কেটে দেন। পরে (এফ ডবিøউ সি) সুপারভাইজার বিপ্লব হোসেনের মুঠো ফোনে বিষয়টি জানানো হলে তিনি টিকা দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে পুনরায় কেন্দ্রে যেতে বলেন। পরে কেন্দ্রে গেলে স্বাস্থ্য-কর্মী রোকেয়া বেগম অপেক্ষা করতে বলেন। এক পর্যায়ে সেদিনের মতো টিকাদেওয়া শেষ হয়ে গেছে বলে ফিরিয়ে দেন। অনেক অনুনয় বিনয় করার পর তিনি পার্শ্ববর্তী গাজনা গ্রামে নিয়ে টিকা দিয়ে আসার কথা বলে চলে যান। 8,619,362 total views, 11,019 views today |
|
|
|