নভেম্বর ১, ২০২০
কেঁড়াগাছিতে পর্দা উঠল শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : ‘মাদককে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন’ মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) বিকালে ইউনিয়নের কেঁড়াগাছি ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘ ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনি খেলায় আটুলিয়া ফুটবল একাদশ ও পাথরঘাটা ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলার প্রথমার্ধে গোলশূন্য বিরতির পর খেলা শুরুর ১০ মিনিটে পাথরঘাটা ফুটবল একাদশের ৬ নং জার্সি পরিহিত মহিদুল ১ টি গোল করে দলকে এগিয়ে নেয়। এর পর উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে এরপরে রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পাথরঘাটা জয়লাভ করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিঞা ফারুক হোসেন স্বপন, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন, মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন। সমগ্র খেলায় ধারাভাষ্যে ছিলেন, বিশিষ্ট ব্যাংকার কামরুজ্জামান ও কেড়াগাছি ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি তৌহিদুজ্জামান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলিমুর রহমান, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুর রহিম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, সাবেক ইউপি সদস্য মুনছুর আলী বিশ্বাস, ৩ ওয়ার্ডের ইউপি সদস্য ইয়ার আলী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিদুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার ক্রীমামোদী দর্শক খেলাটি উপভোগ করেন। 8,620,227 total views, 11,884 views today |
|
|
|