নভেম্বর ২৬, ২০২০
কলারোয়া হাসপাতাল সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া হাসপাতাল সড়ক সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান ও প্রকৌশলী ওজিয়ার রহমান। বুধবার (২৫ নভেম্বর) উক্ত কাজ বন্ধ করে দিয়ে ভালো খোয়া না আনা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, পৌরসভার বিশেষ বরাদ্দকৃত ৬৩ লাখ ৬ হাজার ৩৫৪ টাকায় ১৮৩৭ ফুট লম্বা, ১৫ ফুট চওড়া ও ১ফুট উচ্চতা সড়ক ও জনপদের আওতায় কলারোয়ার সাত্তার হার্ডওয়্যার হতে হাসপাতাল অভিমুখে কার্পেটিং রাস্তা সংস্কার গত ১৮ নভেম্বর উদ্বোধন করা। কাজের ঠিকাদার কলারোয়ার আলিফ এন্টারপ্রাইজের মালিক আসাদুজ্জামান। রাস্তাটি সংস্কারে ভালো ইট দেওয়ার কথা থাকলেও নিæমানের ইট, খোয়া, দিয়ে যেন-তেন ভাবে কাজটি করা হচ্ছিল। এলাবাসীর অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়ে পৌর মেয়র ও প্রকৌশলী কাজটি বন্ধ করে দিয়েছেন। 8,619,039 total views, 10,696 views today |
|
|
|